ষড়যন্ত্র করে, ভুয়ো নথি এবং তথ্য দিয়ে গুজরাত হিংসা মামলাকে প্রভাবিত করার অভিযোগ। সমাজকর্মী তিস্তা শীতলওয়াড়কে মুম্বই থেকে গ্রেফতার করল গুজরাত পুলিশের এটিএস। গুজরাতের গাঁধীনগর থেকে প্রাক্তন আইপিএস আর বি শ্রীকুমার-কেও হেফাজতে নিয়েছে পুলিশ।