SSKM : এসএসকেএমে জটিল অস্ত্রোপচার, দেড় বছরের শিশুর গলা থেকে বের হল দারুচিনি
2022-06-25 9
SSKM হাসপাতালে জটিল অস্ত্রোপচার। দেড় বছরের শিশুর গলা থেকে বের হল দারুচিনি। খেলতে খেলতে দারুচিনি গিলে ফেলেছিল বলে দাবি পরিবারের। ট্রমা কেয়ারে ভর্তি হওয়ার পর জরুরি ভিত্তিতে করা হয় অস্ত্রোপচার, জানিয়েছেন SSKM-র চিকিৎসক।