মুম্বইয়ে তিস্তা শেতলওয়াড়ের বাড়িতে গুজরাত পুলিশের এটিএস। এনজিও মামলা নিয়ে তিস্তা শেতলওয়াড়ের বাড়িতে গুজরাত এটিএস। নিয়ে যাওয়া হল সান্তাক্রুজ পুলিশ থানায়। থানায় হাজির গুজরাত পুলিশও, এএনআই সূত্রে খবর।