_মল্লিকবাজারে হাসপাতালের কার্নিশে রোগী

2022-06-25 98

মল্লিকবাজারে এক রোগীর কান্ড ঘিরে ধুন্ধুমার। শনিবার বেলা সাড়ে এগারোটা নাগাদ মল্লিকবাজারের Institute Of Neurosciences-এর ৮ তোলার কার্নিশে বসে বেশ কিছুক্ষণ পা দোলাচ্ছিলেন ওই রোগী। শত চেষ্টা করেও তাকে নামানো সম্ভব হয়নি। অবশেষে দুপুর পৌনে একটা নাগাদ তিনি আটতলা থেকে ঝাঁপ দেন। এই ঘটনায় নিমেষে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।

Videos similaires