Nadia : উদ্বোধনের আগে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল জলের ট্যাঙ্ক, গাংনাপুরে বিক্ষোভ গ্রামবাসীর

2022-06-25 1

উদ্বোধনের আগে পরীক্ষামূলকভাবে চালু করার সময়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সজলধারা প্রকল্পে নির্মিত জলের ট্যাঙ্ক। নদিয়ার গাংনাপুরের তৃণমূল পরিচালিত মাঝেরগ্রাম গ্রাম পঞ্চায়েতের ঘটনা। গতকাল ভেঙে পড়ে সজলধারা প্রকল্পে সদ্য নির্মিত ৫ হাজার লিটার জলধারণের ক্ষমতা সম্পন্ন ট্যাঙ্ক। নিম্নমানের কাজ ও প্রকল্প অনিয়মের অভিযোগে শনিবার প্রধানের বিরুদ্ধে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। ঠিকাদার সংস্থার ঘাড়ে দায় চাপিয়েছেন তৃণমূল প্রধান। শাসকদলকে কাটমানি দেওয়ার জন্যই নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ, কটাক্ষ বিজেপির। এ নিয়ে তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

Videos similaires