Kolkata Metro: মেট্রোর পাইলিংয়ের কাজ চলার সময় বিপত্তি, ই এম বাইপাসে রাস্তার কিছুটা অংশ বসে গেল

2022-06-24 7

নিউ গড়িয়া এয়ারপোর্ট মেট্রোর পাইলিংয়ের কাজ চলার সময় বিপত্তি। ই এম বাইপাসে রাস্তার কিছুটা অংশ বসে গেল। দেখা দিল ফাটল। দ্রুত মেরামতির কাজ শুরু করেছে মেট্রো কর্তৃপক্ষ। ঘটনার জেরে ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে।

Videos similaires