Malda Electricity Problem: মালদার হবিবপুরের একাধিক এলাকা বিদ্যুৎবিহীন। প্রতিবাদে মালদা-নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন গ্রামবাসীরা। Bangla News

2022-06-24 2

মালদার হবিবপুরের একাধিক এলাকা বিদ্যুৎবিহীন। প্রতিবাদে মালদা-নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন গ্রামবাসীরা। কেউ বা কারা বিদ্যুতের তার চুরি করে নিয়ে যাওয়ায় এই বিপত্তি, দাবি বিদ্যুত্‍ দফতরের।  দ্রুত পরিস্থিতি স্বাভাবিক না হলে ফের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা।

Videos similaires