সারদাকাণ্ডে এবার ভিডিও দেখিয়ে শুভেন্দুর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূলের। সারদাকর্তা সুদীপ্ত সেনের বক্তব্য-সহ একটি ভিডিও দেখিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এবং বিধায়ক তাপস রায়, বলেন, সেবিকে সামলে নেওয়ার কথা বলে সারদাকর্তা সুদীপ্ত সেনের কাছ থেকে টাকা নিয়েছেন শুভেন্দু অধিকারী। খোদ সারদাকর্তা তেমনই অভিযোগ করেছেন।