Kunal Ghosh: ‘কেন্দ্রীয় এজেন্সিগুলি ব্যবহার করা হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে’, সাংবাদিক বৈঠকে বললেন কুণাল ঘোষ। Bangla News

2022-06-24 15

‘কেন্দ্রীয় এজেন্সিগুলি ব্যবহার করা হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে’। ‘এর আগে জেল থেকে সারদাকর্তা সুদীপ্ত সেন বিচার চেয়ে চিঠি দিয়েছিলেন’’।‘সুদীপ্ত সেন জেলবন্দি থেকেই কোর্টে চিঠি দিয়েছিলেন’।‘ব্ল্যাকমেল করা হয়েছে বলেও অভিযোগ করেছেন সুদীপ্ত সেন’।বিজেপির কোলে বসে দোল খাচ্ছে চোর-ব্ল্যাকমেলার শুভেন্দু অধিকারী’। ‘সেবি সামলে নেব বলে টাকা নিয়েছেন’।‘কেন শুভেন্দু অধিকারী গ্রেফতার হবেন না?’।‘শুভেন্দু সিবিআই-ইডি থেকে বাঁচতে বিজেপিতে গিয়েছেন’।‘সিবিআইকে ভোরবেলায় তৃণমূল নেতাদের বাড়ি পাঠায়’।‘শুভেন্দুর নামে এফআইআর থাকলে, তাঁর বাড়িতে পাঠায় না কেন?’, সাংবাদিক বৈঠকে বললেন কুণাল ঘোষ।

Videos similaires