কর্মীদের বকেয়া মহার্ঘভাতা না মেটানোয় বিদ্যুত্ পর্ষদের দুই সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপ। ডব্লুবিএসইডিসিএল ও ডব্লুবিপিডিসিএল-এর কর্তাদের বেতন বন্ধের নির্দেশ হাইকোর্টের। জিএম, সিএমডি-র বেতন বন্ধের নির্দেশ। 'কর্মীরা টাকার জন্য কাঁদছেন, অবাক লাগে’,যা টাকা দেওয়া হয়েছে তা দিয়ে বাদাম খাওয়াও হয় না’, কর্মী ছাড়া সংস্থা চলে না, ঠিকমত ব্যবহার করুন, বার্তা সংস্থার কর্তাদের। বকেয়া ডিএ-র পাঁচভাগের একভাগ না দেওয়া পর্যন্ত বেতন বন্ধ, জানাল আদালত। বকেয়া মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে না দীর্ঘদিন ধরে, অভিযোগ ছিল ২ সংস্থার কর্মীদের। বকেয়া মহার্ঘ ভাতার সময় বেঁধে দিয়েছিল আদালত। সময় পেরিয়ে যাওয়ায় এবার কর্তাদের বেতন বন্ধের নির্দেশ বিচারপতি রাজশেখর মান্থার। ১৫ জুলাইয়ের মধ্যে নির্দেশ পালনের সুযোগ দেওয়া হল আদালতের তরফে।