Eknath Shinde: 'গুয়াহাটিতে আমাদের সঙ্গে আছেন ৫২ জন বিধায়ক' দাবি একনাথ শিণ্ডের

2022-06-24 14

‘গুয়াহাটিতে (Guwahati) আমাদের সঙ্গে আছেন ৫২ জন বিধায়ক। ৪০ জন শিবসেনা বিধায়ক (Shiv Sena MLA) আমাদের সঙ্গে। ১২ জন নির্দল বিধায়কও আছেন আমাদের সঙ্গে। সব মিলিয়ে ৫২ জনের সমর্থন আমাদের সঙ্গে।’ গুয়াহাটি থেকে নতুন দাবি একনাথ শিণ্ডের। মহারাষ্ট্রে ঘোর সঙ্কটে জোট সরকার। যত সময় যাচ্ছে, ততই অঙ্কের দিক থেকে দুর্বল হয়ে পড়ছেন উদ্ধব ঠাকরে। শিবসেনার বিক্ষুব্ধ বিধায়ক একনাথ শিণ্ডের দাবি, তাঁর সঙ্গে রয়েছেন শিবসেনার ৪০ জন বিধায়ক ও ১২ জন নির্দল বিধায়ক। অর্থাত্‍, একনাথ শিণ্ডের দাবি মতো এখন বিক্ষুব্ধ শিবিরে রয়েছেন ৫২ জন বিধায়ক। এদিকে গুয়াহাটির হোটেল থেকে বেরিয়ে গেলেন শিণ্ডে। সম্ভবত ফিরছেন মুম্বইতে। এদিন গুয়াহাটির হোটেলের বাইরে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরা। 

Videos similaires