E M Bypass: মেট্রোর কাজ চলাকালীন ই এম বাইপাসে রাস্তার একাংশ বসে গিয়ে বিপত্তি

2022-06-24 55

মেট্রোর (Metro) পাইলিংয়ের কাজ চলাকালীন ই এম বাইপাসে (EM Bypass) মেট্রোপলিটানের (Metropolitan) কাছে রাস্তার একাংশ বসে গিয়ে বিপত্তি। আজ সকালে ওই ঘটনা ঘটে। এর জেরে তৈরি হয়েছে ফাটল। জায়গাটি ঘিরে দিয়ে মাটি ভরাটের কাজ শুরু করেছে মেট্রো কর্তৃপক্ষ। রাস্তা বসে গিয়ে এই বিপত্তির জন্য ওই জায়গায় যানজটও তৈরি হয়। সূত্রের খবর, সোমবার মেরামতির কাজ শেষ হতে পারে।  

Videos similaires