Purba Medinipur: তৃণমূলে সাড়া মেলেনি, লক্ষ্ণণ শেঠের পছন্দ 'আপ' Bangla News

2022-06-23 68

সাড়া দেয়নি তৃণমূল। এবার আম আদমি পার্টিতে যোগ দিতে চান প্রাক্তন সিপিএম (CPIM) সাংসদ লক্ষ্মণ শেঠ। একাধিক দল ঘুরে এবার আপে যাওয়ার মনস্থির করায় লক্ষ্মণ শেঠকে (Laxman Seth) তীব্র কটাক্ষ করেছে তৃণমূল-বিজেপি। আপ জানিয়েছে, লক্ষ্ণণ শেঠ তাদের সঙ্গে যোগাযোগ করেনি। সিপিএম থেকে বহিষ্কারের পর প্রথমে ভারত নির্মাণ মঞ্চ তৈরি করেছিলেন। তারপর বিজেপিতে (BJP) যোগদান। এরপর বিজেপি ছেড়ে কংগ্রেসের হাত ধরা। আর এবার কি এবার আম আদমি পার্টিতে যোগ দেবেন লক্ষ্মণ শেঠ?

Videos similaires