বিয়ের আগে পরিচয় দিয়েছিলেন, তিনি ইন্দোনেশিয়ার (Indonesia) এক সরকারি পদে কর্মরত। তা দেখে প্রেম... এবং বিয়ে। পরে দেখা গেল পুরোটাই ভুয়ো (Fraud)! শুধু তাই নয়, বিয়ের পর শ্বশুরবাড়ি থেকে ১৭ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ। কালিন্দীর বাসিন্দা এক যুবককে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম অনাময় গণ। গত বছর সেপ্টেম্বর মাসে, তাঁর সঙ্গে বিয়ে হয়, কালিন্দীর এক তরুণীর। দুজনের প্রেম করে বিয়ে।