Assam Flood: অসমে বন্যার হাহাকার, গুয়াহাটির হোটেলে ঘাঁটি গেড়েছেন মহারাষ্ট্রের বিক্ষুব্ধ বিধায়করা

2022-06-23 11

অসমে বন্যার হাহাকারের মধ্যেই গুয়াহাটির হোটেলে ঘাঁটি গেড়েছেন মহারাষ্ট্রের বিক্ষুব্ধ বিধায়করা। বিরোধীদের প্রশ্ন, বন্যার সঙ্কটের মধ্যে মহারাষ্ট্রের বিক্ষুব্ধ বিধায়কদের নিয়ে কেন এত ব্যস্ত অসমের বিজেপি সরকার? এই ইস্যুতে গুয়াহাটির হোটেলের সামনে আজ বিক্ষোভও দেখায় তৃণমূল এবং কংগ্রেসের ছাত্র সংগঠন। পাল্টা জবাব দিয়েছে বিজেপি।

Videos similaires