রথে রেলের চমক! পুরী-দিঘার পথে স্পেশাল ট্রেন

2022-06-23 5

সাধারণ মানুষের কথা চিন্তা করেই দক্ষিণ-পূর্ব রেল চালু করছে রথ যাত্রা স্পেশাল ট্রেন (Rath Yatra Special Train)। হাওড়ার শালিমার থেকে আগামী 29 ও 30 জুন দুই জোড়া স্পেশাল ট্রেনের ঘোষণা করলো দক্ষিণ-পূর্ব রেল। শালিমার-পুরী স্পেশাল ট্রেনটি আগামী 29 তারিখে রাত্রি 9 টা 40 মিনিটে শালিমার থেকে ছাড়বে। পরের দিন সকাল 7 টায় পুরী স্টেশনে পৌঁছবে ট্রেনটি। ওই দিনই রাত্রি 11টা 5-এ পুরী থেকে রওনা দিয়ে পরের দিন সকাল 9টা 30-এ শালিমার স্টেশনে এসে পৌঁছবে ট্রেনটি। দক্ষিণ-পূর্ব রেল সূত্রে খবর, ট্রেনটিতে 1টি বাতানকুল 2 টায়ার, 2টি বাতানকুল 3 টায়ার ও 11টি স্লিপার ক্লাস ও 6টি সাধারণ দ্বিতীয় শ্রেণীর কোচ থাকবে।

Videos similaires