Rudranil Ghosh: রাজ্য পুলিশের মাদকবিরোধী প্রচারে রুদ্রনীলের ছবি! কী প্রতিক্রিয়া বিজেপি নেতার?

2022-06-23 42

রাজ্য পুলিশের মাদকবিরোধী প্রচারে রুদ্রনীলের ছবি! সোশাল মিডিয়ায় বিজেপি নেতার সিনেমার অংশ দিয়ে প্রচার! পুলিশের প্রচারে রুদ্রনীলের ছবি-সহ সিনেমার অংশ! পোস্ট করার কয়েক ঘণ্টা পরেই ফেসবুক থেকে ডিলিট! "শাসকদলের বিরুদ্ধে কথা বলায় কাজের জায়গায় ক্ষতি'' তাও পুলিশের প্রচারে ছবি! প্রতিক্রিয়া রুদ্রনীল ঘোষের। "হয়তো পুলিশে এখনও কেউ বিক্ষুব্ধ আছেন, তারাই পোস্ট করেছিলেন। রাজ্য পুলিশের মাদক-বিরোধী প্রচারে ছবি নিয়ে কটাক্ষ রুদ্রনীলের। এব্যাপারে অবশ্য কোনও প্রতিক্রিয়া মেলেনি রাজ্য পুলিশের। 

Videos similaires