মহারাষ্ট্রে মহাসঙ্কট, এবার উদ্ধব ঠাকরেকে শর্ত একনাথ শিণ্ডের। "জোট ছাড়ার আগে মুখ্যমন্ত্রিত্ব ছাড়ুন উদ্ধব ঠাকরে। উদ্ধবের কথায় কোনও ভরসা নেই, আগে ইস্তফা দিন।'' এবার উদ্ধব ঠাকরেকে শর্ত দিলেন বিদ্রোহী একনাথ শিণ্ডে।