Mamata Banerjee: WBPS অফিসারদের জন্য বাড়তি ভাতার ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

2022-06-23 152

WBCS-এর মতো এবার WBPS অফিসারদের জন্যও বাড়তি ভাতার ঘোষণা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কর্মদক্ষতার জন্যই বাংলাপ পুলিশ অফিসারদের এই স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত বলে জানান মুখ্যমন্ত্রী। তাঁর মতে, কিছু ঘটলে, সবকিছুই পুলিশের উপর গিয়ে পড়ে। অথচ তাঁদের জন্য সে ভাবে কিছু ভাবা হয় না। তাই দীর্ঘ দিন ধরে চলে আসা এই প্রথায় এ বার ইতি টানার সিদ্ধান্ত নিয়েছে তাঁর সরকার। 

Videos similaires