Laxman Seth: তৃণমূলের তরফে সাড়া না মেলায় এবার আম আদমি পার্টিতে যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ করলেন সিপিএমের প্রাক্তন সাংসদ লক্ষ্মণ শেঠ। Bangla News

2022-06-23 367

তৃণমূলের তরফে সাড়া না মেলায় এবার আম আদমি পার্টিতে যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ করলেন সিপিএমের প্রাক্তন সাংসদ লক্ষ্মণ শেঠ। গতকাল সাংবাদিক সম্মেলনে তমলুকের প্রাক্তন সাংসদ দাবি করেন, তৃণমূলে যাওয়ার জন্য একাধিকবার আবেদন করলেও, সাড়া মেলেনি। তাই পুরসভা, পঞ্চায়েত ও লোকসভা ভোটের আগে তৃণমূল না নিলে তিনি আম আদমি পার্টিতে যোগ দিতে চান। লক্ষ্ণণ শেঠের মন্তব্য নিয়ে তৃণমূল অথবা আম আদমি পার্টির প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

Videos similaires