Ananda Sakal I: ত্রিপুরার ৪টি বিধানসভা আসনে আজ উপ নির্বাচন। Bangla News

2022-06-23 34

ত্রিপুরার ৪টি বিধানসভা আসনে আজ উপ নির্বাচন।আগরতলা, টাউন বড়দোয়ালি, সুরমা এবং যুবরাজনগর, ৪ কেন্দ্রে সকাল ৭টা ভোটগ্রহণ শুরু হয়েছে। চারটি বিধানসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিভিন্ন দলের মোট ২২ জন প্রার্থী।মোট ভোটার ১ লক্ষ ৮৯ হাজার ৩২ জন। এই চার বিধানসভার ২২১টি ভোটকেন্দ্রের মধ্যে ৭৩টিকে স্পর্শকাতর ও অতি স্পর্শকাতর বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রবিবার ভোটগণনা।

Videos similaires