কয়লা পাচারকাণ্ডে সিবিআইয়ের পর এবার ইডি-র তলব রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। সূত্রের খবর, সুপ্রিম কোর্টের নির্দেশের পর আজই সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে অভিষেক-পত্নীকে। রুজিরাকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি থেকে কলকাতায় এল ইডি-র অফিসারদের একটি দল। খবর সূত্রের। এর আগে দিল্লিতে ইডি-র সদর দফতরে একাধিকবার ডাকা সত্ত্বেও হাজিরা দেননি রুজিরা বন্দ্যোপাধ্যায়।সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, কলকাতায় গিয়ে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারে ইডি। সেই সূত্রেই আজ সিজি কমপ্লেক্সে তলব অভিষেক-জায়া রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে বলে সূত্রের খবর।