Illegal construction: পূর্ব মেদিনীপুরের কাঁথি ১ নম্বর ব্লকে নিকাশি খালের উপর বেআইনিভাবে দোকান-ঘর তৈরি করার অভিযোগ। Bangla News

2022-06-23 9

পূর্ব মেদিনীপুরের কাঁথি ১ নম্বর ব্লকে নিকাশি খালের উপর বেআইনিভাবে দোকান-ঘর তৈরি করার অভিযোগ। পঞ্চায়েতের দেওয়া ট্রেড লাইসেন্স রয়েছে, দাবি ব্যবসায়ীদের। কাউকে ট্রেড লাইসেন্স দেওয়া হয়নি, পাল্টা দাবি পঞ্চায়েত সমিতির সভাপতির। তুঙ্গে উঠেছে তরজা।

Videos similaires