Coochbihar: বৃষ্টির পর শুরু হয়েছে ভাঙন। ঘুম উড়েছে কোচবিহারের তুফানগঞ্জ ও মাথাভাঙার কয়েকটি গ্রামের বাসিন্দাদের। Bangla News
2022-06-23 5
বৃষ্টির পর শুরু হয়েছে ভাঙন। ঘুম উড়েছে কোচবিহারের তুফানগঞ্জ ও মাথাভাঙার কয়েকটি গ্রামের বাসিন্দাদের। ভাঙন মোকাবিলায় প্রশাসন তৎপর নয় বলে অভিযোগ করেছেন তাঁরা। সেচ দফতরের দাবি, অর্থ বরাদ্দ হলেই স্থায়ী বাঁধ তৈরি হবে।