Uddhav Thackeray Resign: মহারাষ্ট্রে মহাসঙ্কট, আজই ইস্তফা দিতে পারেন উদ্ধব ঠাকরে, খবর সূত্রের। Bangla News

2022-06-22 709

মহারাষ্ট্রে মহাসঙ্কট, আজই ইস্তফা দিতে পারেন উদ্ধব ঠাকরে, খবর সূত্রের। বিধানসভা ভাঙার ইঙ্গিত সঞ্জয় রাউতের। ‘মহারাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি বিধানসভা ভাঙার পথে এগোচ্ছে’। ট্যুইট শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউতেরমহারাষ্ট্রে সঙ্কটে জোট সরকার, দুই শিবিরেই তুঙ্গে তত্‍পরতা। অসমের হোটেলে বিদ্রোহী বিধায়কদের নিয়ে বৈঠক একনাথ শিন্ডের। দুপুরে মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন উদ্ধব ঠাকরে। বিকেল ৫টায় শিবসেনা সাংসদ-বিধায়কদের সঙ্গে বৈঠক উদ্ধবের। এনসিপি বিধায়কদের নিয়ে বৈঠকে বসছেন শরদ পাওয়ার। মুম্বইয়ে কমলনাথ, উদ্ধব ঠাকরে-শরদ পাওয়ারের সঙ্গে বৈঠকের কথা

Videos similaires