Ashok Gehlot : দেশ কোন দিকে এগোচ্ছে কারও জানা নেই, কোন দিকে যাবে তাও অজানা:অশোক গেহলত। Bangla News
2022-06-22 70
"রাজ্যস্তরে বিজেপির সদর দফতরে পুলিশ ঢুকলে কি ঠিক হবে ? কোন পরম্পরা এগিয়ে নিয়ে যাচ্ছেন ?" মহারাষ্ট্র সঙ্কটের মধ্যেই বিজেপিকে একহাত অশোক গেহলতের। তিনি বলেন, "দেশ কোন দিকে এগোচ্ছে কারও জানা নেই, কোন দিকে যাবে তাও অজানা। খুবই উদ্বেগজনক পরিস্থিতি।"