জলপাইগুড়িতে তিস্তা ব্যারাজ থেকে জল ছাড়ায় ভাসল মালবাজার ব্লকের ক্রান্তি গ্রাম পঞ্চায়েতের চাঁপাডাঙা এলাকা। স্থানীয় সূত্রে খবর, ব্যারাজ থেকে জল ছাড়ায় বেড়েছে চেল নদীর জলস্তর। এর জেরে নদী বাঁধের কিছুটা অংশ ভেঙে জল ঢুকে পড়েছে চাঁপাডাঙা এলাকায়। ওই এলাকা থেকে ৭টি পরিবারকে নিরাপদ জায়গায় সরানো হয়েছে। স্থানীয় সূত্রে দাবি, বিঘার পর বিঘা জমিতে জল ঢুকে চাষের ক্ষতি হয়েছে। পাশাপাশি, জলপাইগুড়ি পুরসভার ২৫ নম্বর ওয়ার্ড থেকে বৃষ্টির জমা ডল এখনও সরেনি। ফলে দুর্ভোগে রয়েছেন বাসিন্দারা। আজ ওই এলাকা ঘুরে দেখেন জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান