Renu Khatun : কাটোয়া মহকুমা আদালতে গোপন জবানবন্দি রেণু খাতুনের

2022-06-22 60

কেতুগ্রামের রেণু খাতুন। লড়াইয়ের অপর নাম। স্ত্রী সরকারি নার্সের চাকরি পাওয়ায় তাঁর ডান হাত কেটে দেওয়ার অভিযোগে ইতিমধ্যেই অভিযুক্ত স্বামী শের মহম্মদ-সহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সেই ঘটনায় কাটোয়া মহকুমা আদালতে গোপন জবানবন্দি দিতে গেলেন রেণু খাতুন। গতকালই পূর্ব বর্ধমান জেলা মুখ্য স্বাস্থ্য দফতরে, নার্স গ্রেড-টু পদে কাজ শুরু করেছেন তিনি।

Videos similaires