Pavlov Hospital : ক্ষমতা খর্ব করা হচ্ছে পাভলভ মানসিক হাসপাতালের সুপারের
2022-06-22
12
পাভলভ মানসিক হাসপাতালের সুপারের ক্ষমতা খর্ব করা হচ্ছে। স্বাস্থ্যভবন সূত্রে খবর, এবার থেকে ন্যাশনাল মেডিক্যালের সুপার দেখবেন পাভলভের প্রশাসনিক কাজকর্ম। সেইসঙ্গে পাভলভে আনা হচ্ছে অতিরিক্ত একজন ডেপুটি সুপারও।