Fake Doctor : অন্যের রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিত্‍সার অভিযোগ, নরেন্দ্রপুরে গ্রেফতার 'ভুয়ো' চিকিৎসক

2022-06-22 26

দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে ভুয়ো পরিচয়ে চিকিত্‍সা করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। অভিযোগ, অন্য ব্যক্তির রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিত্‍সা করতেন তিনি। অবশেষে গতকাল সকালে পাড়া প্রতিবেশীর সন্দেহ হওয়ায় তাঁরা পুলিশে খবর দেন।

Videos similaires