Howrah: বেআইনি অভিযোগে বাড়ি ভাঙতে গিয়ে হাওড়া পুরসভার অভিযান ঘিরে তুলকালাম

2022-06-21 54

বেআইনি অভিযোগে বাড়ি ভাঙতে গিয়ে হাওড়া পুরসভার অভিযান ঘিরে তুলকালাম। বেআইনি অংশের অভিযোগে সাততলা বাড়ির একাংশ ভাঙতে গিয়ে বাধার মুখে পুরসভা-পুলিশ। রাস্তায় শুয়ে পড়ে আটকানোর চেষ্টা। পরে বিক্ষোভকারীদের সরিয়ে ভেঙে দেওয়া হল ২টি তলা। যদিও আগাম নোটিস ছাড়াই বাড়ি ভাঙার অভিযোগ। বারবার নোটিস পাঠিয়েও কোনও পদক্ষেপ না করায় মূল কাঠামো ঠিক রেখে বেআইনি অংশ ভাঙা হয়েছে, দাবি পুর প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যানের।

Videos similaires