শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় হাইকোর্টে পরপর ২৮টি প্রশ্নের মুখে মানিক। স্ত্রী, পুত্র-সহ মানিক ভট্টাচার্যের পরিবারের সবার সম্পত্তির হিসেব তলব। ৫ জুলাইয়ের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতির সম্পত্তির হিসেব তলব। বিয়ে পর্যন্ত মানিক ভট্টাচার্যের মেয়ের কত সম্পত্তি? হলফনামা তলব। "হলফনামায় দেওয়া সম্পত্তির বাইরে অন্য কিছু দাবি করা যাবে না।'' মানিক ভট্টাচার্যের পরিবারের সম্পত্তির হিসেব তলব করে জানাল হাইকোর্ট।