WB Assembly: রাজ্যপালের বদলে আচার্য পদে মুখ্যমন্ত্রী, চিরকুটে ভোটগ্রহণে বিধানসভায় বিল পাস

2022-06-21 24

রাজ্যপালের বদলে মুখ্যমন্ত্রীকে আচার্য পদে বসানোর জন্য বিল। চিরকুটে ভোটগ্রহণে বিধানসভায় বিল পাস। ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স অ্যামেন্ডমেন্ট বিল ২০২২। বিল পেশ করেন চন্দ্রিমা ভট্টাচার্য। বিধানসভায় উপস্থিত ছিলেন ১৮৬ জন। পক্ষে ভোট পড়ল ১৩৪ জনের, বিপক্ষে ৫১ জন, ভোটাভুটিতে বিরত ১ জন। 

Videos similaires