‘যব তক হ্যায় জান’-এর শাহরুখের সেই সংলাপ ফিরল সঞ্চারীর ইনস্টা-রিলে। ‘যব উই মেট’-এর গানে নিজেদের গল্প শোনালেন সায়ক-সৌমিতৃষা। ধারাবাহিক ‘পিলু’-র শ্যুটিংয়ের অবসরে বানানো ভিডিও পোস্ট করলেন মেঘা, সৌমি আর ধ্রুব। নানা ভিডিওর কোলাজে দেখে নেওয়া যাক টেলি তারকাদের হাঁড়ির খবর।