Visva-Bharati University: অনলাইন পরীক্ষার দাবিতে ছাত্র বিক্ষোভের জেরে আজও উত্তাল বিশ্বভারতী

2022-06-21 65

অনলাইন পরীক্ষার দাবিতে ছাত্র বিক্ষোভের জেরে আজও উত্তাল বিশ্বভারতী। পরীক্ষা বয়কট করে গেটে তালা লাগিয়ে দেন পড়ুয়ারা। অন্যদিকে, অফলাইন পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত অনড় বিশ্বভারতী কর্তৃপক্ষ। পরীক্ষা না দিলে অনুপস্থিত হিসেবে ধরা হবে বলে জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এদিন কয়েকজন পরীক্ষার্থী ভিতরে ঢুকতে গেলে বিক্ষোভকারীদের সঙ্গে ধস্তাধস্তি হয়। গতকালও অনলাইনের দাবিতে পরীক্ষা বয়কট করে বিক্ষোভকারীরা।

Videos similaires