ED summons Rahul Gandhi : রাহুল গাঁধীকে চতুর্থবার জিজ্ঞাসাবাদ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট

2022-06-21 108

সোমবার ন্যাশনাল হেরাল্ড মামলায় রাহুল গাঁধীকে চতুর্থবার জিজ্ঞাসাবাদ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি সূত্রে দাবি, মঙ্গলবার ফের রাহুল গান্ধীকে তলব করা হয়েছে। অন্যদিকে, ইডি’কে কাজে লাগানোর অভিযোগে এদিন যন্তরমন্তরে সত্যাগ্রহ কর্মসূচিতে অংশ নেয় কংগ্রেস। পরে রাষ্ট্রপতির কাছেও দরবার করেন কংগ্রেসের শীর্ষনেতারা।

Videos similaires