PM Modi On Yoga : ' বিশ্বজুড়ে শান্তি আনতে পারে যোগ', যোগ দিবসে বার্তা মোদির

2022-06-21 40

আজ দেশজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস। মহীশূর প্যালেস গ্রাউন্ডে যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবারের থিম, মানবতার জন্য যোগাভ্যাস। মহীশূর প্যালেস গ্রাউন্ডে ১৫ হাজার মানুষের সঙ্গে যোগাভ্যাস করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, যোগই বিশ্বজুড়ে শান্তি আনতে পারে।

Videos similaires