প্রকাশ্যে দলবিরোধী মন্তব্য করায়, রাজ্য বিজেপির (BJP) কার্যকরী সমিতির সদস্য দুধকুমার মণ্ডলকে শোকজ করা হবে। সূত্রের খবর, রাজ্য বিজেপি এই সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে, অনুপম হাজরার (Anupam Hazra) বিরুদ্ধেও দিল্লিতে নালিশ জানানোর সিদ্ধান্ত নিয়েছে বিজেপির বঙ্গ ব্রিগেড। দলীয় কমিটি গঠন নিয়ে, রবিবার ফেসবুক (Facebook) পোস্টে ক্ষোভ উগরে দিয়েছেন রাজ্য বিজেপির কার্যকরী সমিতির সদস্য দুধকুমার মণ্ডল।