হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সোলানে এবার রোপওয়ে (Ropeway) বিভ্রাট। ঘণ্টার পর ঘণ্টা মাঝ আকাশে আটকে রইলেন এগারোজন পর্যটক। সবাইকে সুস্থ অবস্থায় উদ্ধার করা গেলেও, কেবল কার সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন পর্যটকরা। সোমবার সকালে এই ট্রলিতে ওঠেন ১১ জন পর্যটক। তরতর করে এগোচ্ছিল কেবল কারটি (Cable Car)। আচমকা ঝাঁকুনি দিয়ে মাঝ আকাশে তা আটকে পড়ে।