Darjeeling News: জলের তোড়ে ভেসে গেল শিলিগুড়ির বালাসন নদীর ব্রিজ Bangla News

2022-06-20 110

জলের তোড়ে ভেসে গেল শিলিগুড়ির (Siliguri) বালাসন নদীর ওপর ডাইভারশন (Diversion) ব্রিজ। বন্ধ যান চলাচল। ফলে প্রায় ১০ কিলোমিটার ঘুরে শিলিগুড়ি যেতে হচ্ছে যানবাহনকে। এরইমধ্যে সিকিমে প্রবল বৃষ্টির কারণে তিস্তা (Teesta) ব্যারাজ থেকে শুরু হয়েছে জল ছাড়া। 

Videos similaires