Mamata Banerjee: 'যাঁদের চাকরি দাদামণি দিয়েছে, তাঁদের কী হবে?', নাম না করে শুভেন্দুকে নিশানা মমতার। Bangla News

2022-06-20 107

শিক্ষক নিয়োগ নিয়ে মামলা নিয়ে বিধানসভায় বিস্ফোরক মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করে লাফাচ্ছে। বিজেপির এমপি-এমএলরা-ও তাহলে ছাড় পাবেন না। দাদামণি বলছে ১৭ হাজার লোকের চাকরি খাবে। লাখখানেক চাকরির মধ্যে ৫০-১০০টা কেস ভুল হতেই পারে। এই ছেলেগুলোর চাকরি চলে গেলে, যাঁদের চাকরি দাদামণি দিয়েছেন, তাঁদের কী হবে? নাম না করে শুভেন্দুকে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। মমতা বলেন, ‘কাজ করতে গেলে ভুল হয়, ভুল সংশোধনের সুযোগ দিতে হবে’।

Videos similaires