_প্রবল বৃষ্টিতে সিলিম চা বাগানে ধসে আতঙ্ক

2022-06-20 4

কালিম্পংয়ের মংপো ফটকের কাছে ধস। বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক| ধস দার্জিলিং জেলার অন্ধেরি ঝোরাতেও| যানবাহন ঘুরিয়ে দেওয়া হচ্ছে পেশক দিয়ে| উত্তরবঙ্গে এখনও অব্যাহত ভারী বর্ষণ|
আগামী চার থেকে পাঁচদিন উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত| তালিকায় রয়েছে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার|