Dilip Ghosh: অগ্নিপথ প্রকল্পে আদতে লাভ দেশের যুবকদের, সওয়াল দিলীপের

2022-06-20 51

'গত দু বছর সেনায় নিয়োগ হয়নি, তাই বয়ঃসীমা বাড়ানো হয়েছে। যারা ৪ বছর চাকরি করবে, তারা কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পে, ডিফেন্সে, আধা মিলিটারিতে চাকরি পাবেন। এই প্রকল্পের মাধ্যমে আমরা সেনায় যুবশক্তি পাব। ভারত যখন সুপারপাওয়ার হবে, এই যুবশক্তি দেশকে নতুন করে গড়ে তুলবে', অগ্নিপথ প্রকল্প প্রসঙ্গে মত দিলীপ ঘোষের। 

Videos similaires