Agnipath: অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় ব্যারাকপুরের চিড়িয়া মোড়ে বিক্ষোভকারীদের জমায়েত I Bangla News

2022-06-20 3

অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় ব্যারাকপুরের চিড়িয়া মোড়ে বিক্ষোভকারীদের জমায়েত। এদিন টিটাগড় থেকে মিছিল করে মহকুমাশাসকের কাছে ডেপুটেশন জমা দিতে যান তাঁরা। ব্যারাকপুর চিড়িয়া মোড়ে মিছিল আটকায় পুলিশ। বিক্ষোভকারীদের প্রতিনিধিরা গিয়ে ডেপুটেশন জমা দেন।

Videos similaires