Agnipath: 'অগ্নিপথ' প্রকল্প থেকে সরে আসার প্রশ্নই নেই, জানানো হল সেনাবাহিনীর তরফে I Bangla News
2022-06-20 37
‘অগ্নিপথ’ প্রকল্প থেকে সরে আসার কোনও প্রশ্নই নেই। জানিয়ে দেওয়া হল সেনাবাহিনীর তরফে। অগ্নিবীর হতে গেলে মুচলেকা দিয়ে জানাতে হবে, কোনওরকম বিক্ষোভে জড়িত ছিলেন না। সেনাবাহিনী অবস্থানে অনড় থাকলেও, ‘অগ্নিপথ’ নিয়ে ক্রমেই চড়ছে রাজনীতির পারদ।