রবিবার সকাল থেকেই মেঘাচ্ছন্ন কলকাতার আকাশ। কাঠফাটা গরমের পর অবশেষে রাজ্যে বর্ষা প্রবেশ করায় স্বস্তি পেয়েছে শহরবাসী। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টাও শহরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে মৌসুমী বায়ু দুর্বল হওয়ার জন্য ভারী বৃষ্টিপাত আপাতত হবে না বলেই জানা যাচ্ছে। কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।