বেহালার পর্ণশ্রী থানা এলাকায় বকুলতলার কাছে পুকুর থেকে উদ্ধার ইঞ্জিনিয়ারের মৃতদেহ। মৃতের নাম অনুপম রায়চৌধুরী। গতকাল রাতে বাড়ির কাছেই পুকুরে তাঁর মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। স্থানীয় সূত্রে খবর, ২০১৩-য় ওই ব্যক্তির স্ত্রীর মৃত্যু হয়। অভিযোগ, দিনদশেক আগে ব্লেড দিয়ে হাত কেটেছিলেন বছর পঞ্চান্নর অনুপম। সম্প্রতি ভুগছিলেন ডিপ্রেশনে। আর্থিক অনটনও ছিল বলে প্রতিবেশীদের দাবি। সেই কারণেই আত্মহত্যা কিনা, খতিয়ে দেখছে পর্ণশ্রী থানার পুলিশ।