Amit Malviya : "দেশে আগুন জ্বলবে, আগেই বলেছিলেন রাহুল গাঁধী", ট্যুইট-আক্রমণ অমিত মালব্যর

2022-06-19 49

অগ্নিপথ বিক্ষোভের দায় রাহুল গাঁধীর উপর চাপাতে তৎপর বিজেপি। "দেশে আগুন জ্বলবে, আগেই বলেছিলেন রাহুল গাঁধী। কংগ্রেসের চিন্তন শিবিরে হুঁশিয়ারি দিয়েছিলেন রাহুল। উত্তরপ্রদেশে অগ্নিপথ-বিক্ষোভ থেকে ধৃত অনেকেই কংগ্রেস নেতা।দেশে আগুন লাগানো হচ্ছে।" রাহুলের বক্তব্যের ভিডিও ট্যুইট করে দাবি অমিত মালব্যর।

Videos similaires