Bankura : ফের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়িতে সাপ ? তদন্তের আশ্বাস বিষ্ণুপুরের CPDO-র

2022-06-19 84

পূর্ব বর্ধমানের জামালপুরের পর এবার বাঁকুড়ার বিষ্ণুপুর। ফের অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে বিলি করা খিচুড়িতে সাপ মিলেছে বলে অভিযোগ। হাসপাতালে ভর্তি ১১ জন শিশু। তদন্তের আশ্বাস দিয়েছেন বিষ্ণুপুরের CPDO। হাসপাতালে ভর্তি শিশুদের পর্যবেক্ষণে রাখা হয়েছে, জানিয়েছেন সুপার।

Videos similaires