Ek Dake Abhishek : ‘দিদিকে বলো’র ধাঁচে ডায়মন্ড হারবার লোকসভার বাসিন্দাদের জন্য ‘এক ডাকে অভিষেক’
2022-06-19 74
‘দিদিকে বলো’র ধাঁচে ডায়মন্ড হারবার লোকসভার বাসিন্দাদের জন্য চালু হল ‘এক ডাকে অভিষেক’। হেল্পলাইন নম্বরে ফোন করে, ডায়মন্ড হারবারের বাসিন্দারা তাদের সমস্যা, অভাব-অভিযোগের কথা সাংসদকে জানাতে পারবেন। এ’নিয়ে কটাক্ষ করেছে বিজেপি।